সামাজিক যোগাযোগের মাধ্যমে মৃত্যুর হুমকি পেয়েছিলেন উইলিয়ান ও তার পরিবার। এ ঘটনার প্রেক্ষিতে করিন্থিয়াস ছাড়লেন ব্রাজিলিয়ান উইঙ্গার।
করিন্থিয়াসের প্রেসিডেন্ট দুইলিয়ো মন্তেইরো আলভেস বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এরপর 'গ্লোবো এস্পোর্তে'-কে উইলিয়ান বলেন, 'যখন করিন্থিয়াস হারে এবং আমি খারাপ খেলি; আমার পরিবারকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগের মাধ্যমে হুমকি ও অপমানসূচক মন্তব্য করা হয়। আমার স্ত্রী, সন্তানের পর সম্প্রতি তারা আমার বাবা এবং বোনকেও হুমকি দেওয়া হচ্ছে। '
গত মৌসুমে আর্সেনাল ছেড়ে নিজ দেশ ব্রাজিলের শীর্ষ ক্লাবে যোগ দিয়ে ৪৫ ম্যাচে মাটে নেমেছিলেন উইলিয়ান। তবে সাবেক এই চেলসি তারকা গোল করেছিলেন মাত্র ১টি।
ব্রাজিল জাতীয় দলের একসময়ের নিয়মিত সদস্য উইলিয়ান শিগগিরই ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহ্যামে ফিরছেন বলে জানা গেছে।
সর্বশেষ নয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে করিন্থিয়াস। গত বুধবার কোপা লিবার্তাদোরেসে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে করিন্থিয়াস।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এমএইচএম