ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

উত্তেজনার ডার্বি নাটকীয় ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
উত্তেজনার ডার্বি নাটকীয় ড্র

প্রিমিয়র লিগে আজ (১৪ আগস্ট) রবিবার হয়ে গেল মৌসুমের প্রথম লন্ডন ডার্বি। টুর্নামেন্টের প্রথম বড় ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হয় চেলসি-টটেনহ্যাম হটস্পার।

উত্তাপ ছড়ানো লন্ডন ডার্বি শেষ হয়েছে ২-২ গোলের ড্র’তে। মাঠে এবং ডাগ আউটে উত্তাপ ছড়িয়েছে দুই দলই। লাল কার্ড দেখেছেন দুই দলের কোচই।

ম্যাচে নিশ্চিত জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল চেলসি। তবে শেষ মুহুর্তে হ্যারি কেনের গোলে স্বপ্নভঙ্গ হয়েছে ব্লুদের। ম্যাচের শুরুতেই এগিয়ে যযা চেলসি। কালিদু কোলেবালির গোলে এগিয়ে যায় চেলসি। ম্যাচের ১৯ মিনিটেই দলকে এগিয়ে দেন তিনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি।

দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার বাড়ায় টটেনহ্যাম। ফলে ৬৮ মিনিটে পিয়েরে এমিল হায়বার্গের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। তবে ম্যাচের ৭৮ মিনিটে রেস জেমসের গোলে ২-১ গোলের লিড নেয় চেলসি। ম্যাচে যখন নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল চেলসি তখন হ্যারি কেনের গোলে মান বাঁচাল টটেনহ্যাম।

লন্ডন ডার্বিতে আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠের লড়াই হলো জমজমাট। দুই দলের ডাগআউটেও ছড়াল চরম উত্তেজনা। ৬৮তম মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করতে পারেননি চেলসির জর্জিনিয়ো। বেন ডেভিসের পাসে বক্সের বাইরে থেকে শটে গোলটি করেন হায়বার্গ।

গোলের পর আগ্রাসী ভঙ্গিতে চেলসির ডাগআউটের দিকে ছুটে যান টটেনহ্যাম কোচ কন্তে, তার দিয়ে এগিয়ে যান চেলসি কোচ টুখেলও। তাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুই কোচই দেখেন হলুদ কার্ড।

আট মিনিট পরই লিড পুনরুদ্ধার করে চেলসি। এই গোলের পর কন্তের সামনে দিয়ে দৌড়ে ছুটে যান টুখেল। যেন প্রতিশোধ নিতে চাইলেন তিনি!

চেলসির তিন পয়েন্ট মনে হচ্ছিল যখন প্রায় নিশ্চিত, তখনই কেনের সমতাসূচক গোল। শেষ বাঁশি বাজার পর আবারও কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন টুখেল ও কন্তে, যা গড়ায় হাতাহাতির পর্যায়ে। দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।

এবারের মৌসুমের প্রথম ম্যাচে চেলসি ১-০ গোলে হারায় এভার্টনকে। অন্যদিকে, টটেনহ্যাম হটস্পার ৪-১ গোলে হারায় সাউদাম্পটনকে। দ্বিতীয় ম্যচে পয়েন্ট হারাল দুই দল।

বাংলাদেশ সময়:
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।