ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

এমবাপ্পের হ্যাটট্রিক, নেইমারের দুই ও মেসির এক গোলে পিএসজির বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এমবাপ্পের হ্যাটট্রিক, নেইমারের দুই ও মেসির এক গোলে পিএসজির বড় জয়

ম্যাচ মাঠে গড়াতেই কিলিয়ান এমবাপ্পে ঝলক। এরপর লিওনেল মেসি, আশ্রাফ হাকিমি ও নেইমার কেউই বাদ যাননি।

প্রথমার্ধে একে একে চার গোল ঠুকে দেন লিলের জালে। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল। সাবেক কোচ গালতিয়েরের আঁকা ছক বুঝতে পারেনি লিল। পিএসজির কাছে তাদের হারতে হয়েছে বাজেভাবে।

রোববার রাতে লিলের মাঠে ৭-১ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে পিএসজি। একইসাথে লিগ ওয়ানে প্রথম তিন ম্যাচেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। ম্যাচে ফরাসি জায়ান্টদের হয়ে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। হ্যাটট্রিক অ্যাসিস্ট ও জোড়া গোল করেন নেইমার। একটি করে গোল করেন আশ্রাফ হাকিমি ও লিওনেল মেসি।

ম্যাচের শুরুতেই পায়ের ঝলক দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির পা থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে মাত্র ৮ সেকেন্ডের মাথায় লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড। একইসাথে গড়েন লিগ ওয়ানে সবচেয়ে কম সময়ের মধ্যে গোলস্কোরের রেকর্ড। দারুণ সব আক্রমণ করতে থাকা পিএসজির স্কোর দ্বিগুণ করেন লিওনেল মেসি। ২৭তম মিনিটে নুনো মেন্দিসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্স থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

উড়তে থাকা পিএসজি তৃতীয় গোলের দেখা পায় ৩৯তম মিনিটে। নেইমারের সঙ্গে বল দেওয়া নেওয়ার এক পর্যায়ে নিয়ন্ত্রণে এনে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন আশ্রাফ হাকিমি। চার মিনিট পর গোলের দেখা পান আগের গোলে সহায়তা করা নেইমার। মেসির পা থেকে ছুটে আসা বল নিয়ন্ত্রনে নিয়ে সহজ শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ৪-০ গোলের বড় ব্যবধানে থেকে প্রথমার্থ শেষ করে পিএসজি।

বিরতির পর খেলতে নেমে আগের মতোই দারুন সব আক্রমণ করে যায় পিএসজি। আবারও গোল পান নেইমার। ৫২তম মিনিটে বক্সে থাকা বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় লিলে। সুযোগ পেয়ে হাকিমির সাইডপাস ধরে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৫৪তম মিনিটে কাউন্টার আক্রমণে দলের হয়ে এক গোল শোধ দেন লিল মিডফিল্ডার জোনাথান বোম্বা। কিন্তু এতে একটুও থামেনি পিএসজির আক্রমণ।  

৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে এসে তাকে লক্ষ্য করে বক্সে পাস দেন নেইমার। সহজ শটে গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হননি ফরাসি ফরোয়ার্ড। ৮৭তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এবারও নেইমারের অ্যাসিস্ট। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বাকানো পাস থেকে বল পেয়ে জাল খুঁজে নেন এমবাপ্পে। বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে গালতিয়েরের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।