ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বার্সেলোনার বিপক্ষে ম্যানচেস্টার সিটির নাটকীয় ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
বার্সেলোনার বিপক্ষে ম্যানচেস্টার সিটির নাটকীয় ড্র

প্রীতি ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সাধারণত লিগ শুরুর আগেই ক্লাবের প্রীতি ম্যাচগুলো হয়ে থাকে।

তবে বিশেষ কারণে এই ম্যাচটি আয়োজন করেছে বার্সেলোনা এবং সিটি। বার্সেলোনার সাবেক গোলরক্ষক এবং কোচ হুয়ান কার্লোসের সম্মানে। এই ম্যাচ হতে প্রাপ্ত অর্থ দান করা হবে এএলএস রিসার্চের জন্য। এএলএস রোগের কারণে মানুষের মস্তিষ্কের সেল এবং নার্ভ ক্ষতিগ্রস্থ হয়, এবং চলাচলের শক্তি হারিয়ে ফেলে। এই চ্যারিটি ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে দু’দল। নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা। ম্যাচের শেষ মুহুর্তে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ড্র নিয়ে মাঠ ছেড়েছে সিটিজেনরা।

ম্যাচের শুরুতেই হুইল চেয়ারে করে মাঠে আসেন হুয়ান কার্লোস। তার সঙ্গে আরও বেশ কয়েকজন এএলএস আক্রান্ত রোগি মাঠে আসেন। হুয়ান কার্লোস সকলের জন্য শুভেচ্ছা বক্তব্য দেন। বার্সেলোনার ডাগ আউটে পেপ গার্দিওলার সঙ্গে বসেই ম্যাচ উপভোগ করেছেন তিনি।

বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে সিটির রক্ষণকে ব্যাস্ত রাখেন বার্সেলোনার ফুটবলাররা। তবে খেলার স্রোতের ধারার বিপরীতে প্রথম গোলের দেখা পায় সিটি। ২১ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে লিড নেয় বার্সেলোনা। বার্সেলোনার গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়েই এগিয়ে যায় সিটি।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটি। ম্যাচের ২৯ মিনিটে পিয়েরে এমেরিক আউবামেয়াং এর গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই এগিয়ে যায় বার্সেলোনা। ৬৬ মিনিটে ডি ইয়ং গোল করে এগিয়ে দেন বার্সেলোনাকে। তবে ৭০ মিনিটে কোল পালমের গোলে সমতায় ফেরে সিটি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সিটি। বার্সেলোনার রক্ষণের বেশ কিছু কঠিন পরীক্ষাই নিয়েছে তারা।

৭৯ মিনিটে মেমফিস ডিপের গোলে ম্যাচে ৩-২ গোলের লিড নেয় বার্সেলোনা। ম্যাচে নিশ্চিত জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল তারা। তবে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পেনাল্টি পায় ম্যানচেস্টার সিটি। আর্লিং হল্যান্ডকে ফাউল করার অপরাধে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে এই সিদ্ধান্তটা বিতর্কের জন্ম দিয়েছে। রেফারির এমন সিদ্ধান্তের পর হাসছিলেন হল্যান্ড নিজেও। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি রিয়াদ মাহারেজ। ফলে ৩-৩ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল।

বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।