ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

দুইটি জুনিয়র প্রতিযোগিতার আয়োজন করছে বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
দুইটি জুনিয়র প্রতিযোগিতার আয়োজন করছে বাফুফে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবের জন্য অনূর্ধ্ব-১৮ লিগ আর চ্যাম্পিয়নশিপ লিগের জন্য অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট আয়োজন করছে বাফুফে। পাঁচটি ভেন্যুতে এবোরের আসর আয়োজন করবে তারা।

একটি লিগ ও আরেকটি টুর্নামেন্ট করার কারণ সম্পর্কে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলতে রাজি হয়েছে। চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে তাই সেখানে দুই গ্রুপ করে টুর্নামেন্ট খেলা হবে। ’
 
পল্টন মাঠ, শারীরিক শিক্ষা কলেজ, বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠ ও ইউনাইটেড মাঠে খেলাগুলো আয়োজন করবে বাফুফে। কোন মাঠে কোন প্রতিযোগিতা হবে এটি এখনও ঠিক হয়নি বলে জানানো হয়েছে। ক্লাবগুলোকে আর্থিক সহযোগিতা দেয়ার কথাও জানিয়েছে বাফুফে।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।