ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

‘ক্যাম্পে যোগ দিতে না পারায় খুব অসহায় লাগছিল’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
‘ক্যাম্পে যোগ দিতে না পারায় খুব অসহায় লাগছিল’ ছবি: শোয়েব মিথুন

বসুন্ধরা কিংসের হয়ে লিগ শিরোপা জিতে বিমান বাহিনীতে ফেরত গিয়েছিলেন জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা। এমন সময় ডাক এসেছিল জাতীয় দলের জার্সিতে নেপাল ও কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলার।

 

তবে বিমান বাহিনী অনুমতি না দেওয়ায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারছিলেন না। শেষ পর্যন্ত বিমান বাহিনীর চাকরি ছেড়ে দিয়ে জাতীয় দলকেই বেছে নিয়েছেন এই স্ট্রাইকার। ক্যাম্প শুরু একদিন পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন সুমন। জাতীয় দলের ক্যাম্প যোগ দিতে না পারায় নিজেকে খুব অসহায় লাগছিল বলে জানিয়েছেন সুমন।

বিমান বাহিনীতে চাকরি হতে অব্যাহতি পত্র জমা দিয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন সুমন। তিনি বলেন, ‘যখন জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েও যোগ দিতে পারছিলাম না, তখন নিজেকে খুব অসহায় লাগছিল। এদিকেও যোগ দেয়ার তাড়া ছিল। জাতীয় দলে যোগ দেয়ার সুযোগ হাতছাড়া হতে পারতো। এজন্যই চাকরিতে ইস্তফা দিয়ে জাতীয় দলে যোগ দিয়েছি। ’

‘জাতীয় দলে খেলার বিষয়াটা অন্যরকম এক অনুভূতির। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। এখানে খেলা সব সময়ই সম্মানের। ’
সিদ্ধান্ত নেয়াটা মোটেও সহজ ছিল না বলে জানিয়েছেন সুমন। জীবনের অন্যতম কঠিন একটি সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি, ‘সত্যি বলতে এটা আমার জীবনের অন্যতম দুঃসাহসিক একটা সিদ্ধান্ত। কেউই সরকারি চাকরি এভাবে ছাড়তে চায় না। তবে এই মুহুর্তে দুটো এক সঙ্গে চালিয়ে যাওয়া সম্ভব ছিলো না। জাতীয় দল এবং চাকরি দুটোর মধ্যে আমার একটি বেছে নিতে হতো। আমি বেছে নিয়েছি। ’

সুমন অব্যাহতি পত্র জমা দিলেও তা এখনই কার্যকর হয়নি। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে দাপ্তরিক সব কাজ শেষ করে অব্যাহতি কার্যকর হতে প্রায় তিন মাস সময় লাগে। এছাড়াও সুমন রেজার অব্যাহতি পত্র নিয়ে আলোচনা করা হবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে। এই বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে সুমন বলেন, ‘আমার বিমান বাহিনী নিয়ে কোনও অভিযোগ নেই। আমি শুধু জাতীয় দলের খেলাকে প্রাধান্য দিয়েছি। অব্যাহতি পত্র এখনো কার্যকর হয়নি। সেক্ষেত্রে আমি এখনো বাহিনীতে আছি। তাদের পরবর্তি সিদ্ধান্ত আমি মেনে নেব। ’

দলের সঙ্গে অনুশীলন করে ভালো লাগছে বলে জানিয়েছেন সুমন। তিনি বলেন, অনেক দিনন পর দলের সঙ্গে অনুশীলন করেছি। বেশ ভালো লেগেছে। ’

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।