ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

লিভারপুলের দেওয়া ৯ গোল খেয়ে চাকরি হারালেন পার্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
লিভারপুলের দেওয়া ৯ গোল খেয়ে চাকরি হারালেন পার্কার

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে শনিবার রাতে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারে বোর্নমাউথ। বড় ব্যবধানে হারের পর কোচ স্কট পার্কারকে ছাঁটাই করলো ক্লাবটি।

ম্যাচটিতে লিভারপুলের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বোর্নমাউথ। প্রথমার্ধে পাঁচ গোল খাওয়ার পর বিরতির পর আরও চার গোল হজম করে দলটি। লজ্জাজনক এই হারের সব দোষ গিয়ে পড়লো কোচের গায়ে। আর তাই চাকরি হারাতে হলো তাকে।  

স্কটকে বিদায় জানিয়ে বোর্নমাউথের মালিক ম্যাক্সিম ডেমিন বলেছেন, ‘দল ও একটা ক্লাব হিসেবে উন্নতির ধারা ধরে রাখতেই এই সিদ্ধান্ত। ’

২০২১ সালের জুনে বোর্নমাউথের দায়িত্বে আসেন স্কট। ওই মৌসুমেই দলটিকে চ্যাম্পিয়নশিপে রানার্সআপ করিয়ে তুলে আনেন প্রিমিয়ার লিগে। মূল প্রতিযোগীতায় এসেই প্রথম ম্যাচে অ্যাস্ট ভিলার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে ক্লাবটি। কিন্তু এর পরের তিন ম্যাচ হারতে হয় বাজেভাবে। শেষ ম্যাচে গিয়ে বিশাল ব্যবধানে পরাজয় বরণ করতে হয় তাদের।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।