ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সাত মাস বার্সেলোনায় কাটিয়ে চেলসিতে অবামেয়াং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
সাত মাস বার্সেলোনায় কাটিয়ে চেলসিতে অবামেয়াং

আর্সেনাল থেকে বার্সেলোনায় এতে সাত মাসও টিকতে পারলেন না গ্যাবন স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং। দলবদলের শেষ দিন বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) চেলসিতে যোগ দিয়েছেন তিনি।

 

অবামেয়াংকে দলে ভেড়াতে চেলসির ১২ মিলিয়নের মত খরচ করতে হয়েছে। দুই বছরের জন্য ব্লুজদের জার্সিতে খেলবেন তিনি।  

কাতালানদের হয়ে সাত মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচ খেলেন অবামেয়াং। করেন ১৩টি গোল। এর আগে আর্সেনালে থেকেছেন চার বছর। ২০১৮-১৯ মৌসুমে গ্যাবনের এই স্ট্রাইকার ছিলেন যৌথভাবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার। পরের মৌসুমে দলটির হয়ে তিনি জেতেন এফএ কাপ।  

আর্সেনালে চার বছর থাকার পর শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে ক্লাব ও দলটির কোচ মিকেল আর্তেতার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অবামেয়াং। এরপর তিনি যোগ দেন বার্সেলোনায়। দলটির সঙ্গে তিন বছরের চুক্তি বাকি থাকতেই যোগ দিয়েছেন চেলসিতে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।