ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

জুভেন্টাস থেকে ধারে আর্থারকে আনলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
জুভেন্টাস থেকে ধারে আর্থারকে আনলো লিভারপুল

জুভেন্টাস থেকে চলতি মৌসুমের বাকি সময়ের জন্য ধারে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভিড়িয়েছে লিভারপুল।  

জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থারের জন্য ৪.৫ মিলিয়ন ইউরো লোন ফি দিতে হবে লিভারপুলকে।

সেই সঙ্গে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ থাকছে। তবে এজন্য অল রেডদের খরচ করতে হবে ৩৭.৫ মিলিয়ন ইউরো।  

গত মৌসুমে জুভেন্টাসের জার্সিতে ৩১ ম্যাচে মাঠে নামেন আর্থার। কিন্তু ইতালিয়ান সিরি আ'র নতুন মৌসুমে তুরিনের বুড়িদের হয়ে এক ম্যাচেও খেলা হয়নি এই ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার।  

লিভারপুলে দুই ব্রাজিলিয়ান সতীর্থের সঙ্গে খেলবেন সাবেক বার্সা তারকা আর্থার। রেড গোলরক্ষক আলিসন ও ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর সঙ্গে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জেতার স্বাদ পেয়েছিলেন তিনি।  

চোট জর্জরিত লিভারপুলের জন্য আর্থারের আগমন বেশ স্বস্তির খবর। কারণ দলটির মিডফিল্ডের মূল তারকা অধিনায়ক জর্ডান হেন্ডারসন নিউক্যাসলের বিপক্ষে গত বুধবার ২-১ গোলে জেতা ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। হেন্ডারসন ছাড়াও থিয়াগো আলকান্তারা, ন্যাবি কেইতা এবং অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিনের মিডফিল্ডাররাও ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন। ফলে আর্থারের মতো অভিজ্ঞ কাউকেই খুঁজছিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।