ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমার ‘বাদ’ পড়েননি, জানালেন পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
নেইমার ‘বাদ’ পড়েননি, জানালেন পিএসজি কোচ

নান্তেসের বিপক্ষে ম্যাচে শুরু থেকে ছিলেন না নেইমার জুনিয়র, নেমেছিলেন বদলি হিসেবে। এতেই তৈরি হয় প্রশ্নের, ব্রাজিলিয়ান তারকা কি তাহলে বাদ পড়লেন? ম্যাচের পর সবকিছু পরিষ্কার করেছেন পিএসজি কোচ ক্রিস্টোফে গ্যালাতিয়ের।

তিনি বলছেন, সবাই সব ম্যাচে খেলবে না এটাই স্বাভাবিক।

ম্যাচে অবশ্য ৩-০ গোলের সহজ জয়ই পেয়েছে পিএসজি। এই মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে আছেন নেইমারও। ৫ ম্যাচে মাঠে নেমে করেছেন সাত গোল। এমন ফর্মের নেইমারকে বাদ দেওয়ার কোনো কারণ দেখেন না গ্যালাতিয়ের।  

তিনি বলেছেন, ‘আপনি বলছেন সবকিছু নতুন। কিন্তু এটা সবার ব্যস্ত সূচির সঙ্গে সম্পর্ক রাখার দায়িত্ব। আমরা অনেক খেলি। তিনদিন, এরপর চারদিন পরপর। সবাই বুঝতে পারছে চাইলেও তারা প্রতি ম্যাচের ৯৫ মিনিট খেলতে পারবে না। ’

‘আমি এগুলো নিয়ে দুবার কথা বলেছি। প্রথমবার প্রতিটা খেলোয়াড়ের সঙ্গে আর পরেরবার পুরো গ্রুপ একসঙ্গে হওয়ার পর। তাদের বলেছি, এমন হওয়াটা ঠিক আছে আর সঠিক আচরণ করতে হবে। তোমার সতীর্থদের অংশগ্রহণকেও মূল্য দিতে হবে। '

বাংলাদেশ সময় : ১০৪৫, সেপ্টেম্বর ৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।