ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

চেলসিতে ২০২৮ পর্যন্ত থাকছেন জেমস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
চেলসিতে ২০২৮ পর্যন্ত থাকছেন জেমস

চেলসির হয়ে পথচলা আরও দীর্ঘ করছেন ইংলিশ রাইট-ব্যাক রিস জেমস। ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি।

রিস জেমস ক্যারিয়ার শুরু করেন চেলসির একাডেমিতেই। ২০১৯ সালে প্রথম দলে অভিষেক হয় তার। ২০২০ সালের জানুয়ারিতে ব্লুজদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেন তিনি। সেটি না ফুরাতেই আরও তিন বছর চুক্তি বৃদ্ধি করেছেন এই রাইট-ব্যাক। থাকবেন ২০২৮ সাল পর্যন্ত।

চুক্তির মেয়াদ বৃদ্ধি করে বেশ উচ্ছ্বসিত জেমস। তিনি বলেন, ‘নতুন চুক্তি করে আমি খুবই আনন্দিত। আমি নিশ্চিত, আমাদের অনেক শিরোপা জেতার সুযোগ আছে। এই ক্লাবের সমর্থন করে আমি বড় হয়েছি এবং ৬ বছর বয়স থেকে আমি এখানে। এই ক্লাবেই আমি খেলতে চেয়েছি। ’

চেলসির হয়ে এই পর্যন্ত ১২৮ ম্যাচ খেলেছেন জেমস। ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।