ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

কখনো সেরা বন্ধু মনে হয়েছে, কখনো কথাও হয়নি : এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
কখনো সেরা বন্ধু মনে হয়েছে, কখনো কথাও হয়নি : এমবাপ্পে

নেইমারের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক কেমন? ফুটবলের সবচেয়ে চর্চিত বিষয়গুলোর একটি সম্ভবত এখন এই প্রশ্ন। পেনাল্টি নিয়ে মাঠেই তাদের দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে, সম্পর্কের শীতলতাও অনেকটা ‘ওপেন সিক্রেট’।

এবার এ নিয়ে মুখ খুলেছেন খোদ এমবাপ্পেই।  

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেইঁ। এর আগে সংবাদ সম্মেলনে নেইমারের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন এমবাপ্পে। তিনি বলছেন, সম্পর্ক কখনো খারাপ, কখনো আবার ভালো থাকে তাদের। তবে সবসময়ই আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ।

তিনি বলেছেন, ‘নেইমারের সঙ্গে ছয় বছর ধরে খেলছি। আমাদের মধ্যে সম্পর্ক পারস্পরিক সম্মানবোধের ওপর ভিত্তি করেই সবসময় ছিল। কখনো উত্তপ্ত, আবার কখনো শীতল সম্পর্কের মধ্য দিয়ে গিয়েছি। কখনো আমাদের দেখে সেরা বন্ধু মনে হয়েছে, আবার কখনো আমাদের মধ্যে তেমন একটা কথাও হয়নি। এটাই আমাদের মধ্যকার সম্পর্কের বৈশিষ্ট্য। ’

‘তবে নেইমারের প্রতি আমার অনেক সম্মানবোধ আছে। দলে তার যে গুরুত্ব, সে যে মাপের খেলোয়াড়—এসব মিলিয়ে তাকে আমি অনেক সম্মান করি। শক্তিশালী চরিত্রের দুজন খেলোয়াড় দলে থাকলে একটু এদিক-সেদিক তো হবেই। কখনো কখনো এমন হলেও পিএসজির স্বার্থই দেখা হয় সবার আগে। ’

তাহলে পেনাল্টি কি নেইমারই নেবেন? এমন প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেছেন, ‘দেখা যাক। কথা বলেই তো সিদ্ধান্ত নেওয়া হয় সবসময়। ম্যাচেই বোঝা যাবে কী হয়। পরিস্থিতি অনুযায়ী, নেইমার নিতে চাইলে নেবে, আমি (শট) নেওয়ার মতো অবস্থায় থাকলে নেব। তবে ১ নম্বর খেলোয়াড় হওয়ার অর্থ এই নয় যে সব পেনাল্টি সে-ই নেবে। ’

‘এমন ধারা কোনো ক্লাবে আছে বলে মনে হয় না। এবার চিন্তা করে দেখুন, এক ক্লাবে যদি এমন তিনজন খেলোয়াড় থাকে তাহলে! আসলে কেকটা (পেনাল্টি) কীভাবে ভাগ করবেন, সেটা জানতে হয়। দেখা যাক, আগামীকাল কী হয়। তবে এসব নিয়ে কোনো সমস্যা নেই। ’

বাংলাদেশ সময় : ১৩০৪, সেপ্টেম্বর ৬, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।