ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসকে হারাল পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসকে হারাল পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসের বিপক্ষে জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি।

মঙ্গলবার রাতে পার্ক দেস প্রিন্সেসে জুভেন্টাসকে ২-১ ব্যবধানে হারায় পিএসজি।

ম্যাচে জোড়া গোল করে কিলিয়ান এমবাপ্পে। ইতালিয়ান ক্লাবটির হয়ে একমাত্র গোলটি আসে ম্যাককনির পা থেকে।  

ম্যাচের পঞ্চম মিনিটেই পিএসজিকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। নেইমারের পা থেকে উড়ে আসা বল বক্স থেকে লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড। সমতায় ফিরতে মরিয়া জুভেন্টাস ১৯তম মিনিটেই সফল হতো। কিন্তু আরকাদিয়াজ মিলিকের দুর্দান্ত হেড ঠেকিয়ে দেন দোনারুম্মা।  

২২তম মিনিটে পিএসজির ব্যবধান বাড়ান এমবাপ্পে। আশ্রাফ হাকিমির সঙ্গে বল দেওয়া নেওয়ার এক পর্যায়ে বক্স থেকে জাল খুঁজে নেন তরুণ এই ফরোয়ার্ড।

বিরতির পর ৫৩তম মিনিটে গোল পায় জুভেন্টাস। কস্তিকের ক্রস থেকে জোরালো হেডে লক্ষ্যভেদ করেন ওয়েস্টন ম্যাককনি।

দিনের আরেক ম্যাচে এফসি কোপেনহেগেনকে ৩-০ ব্যবধানে হারায় বরুশিয়া ডর্টমুন্ড।  

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।