ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন জাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন জাভি

একের পর এক আক্রমণ, কিন্তু হয়নি কিছুই। প্রথমার্ধেই গোটা চারেক গোলে এগিয়ে যাওয়ার কথা বার্সেলোনার।

উল্টো দ্বিতীয়ার্ধের জোড়া গোলে জিতে গেছে বায়ার্ন মিউনিখ। এত সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় ভীষণ হতাশ জাভি হার্নান্দেজ।

বায়ার্নের বিপক্ষে ২-০ গোলে হারের পর জাভির প্রতিক্রিয়া ছিল মিশ্র। ছিল আক্ষেপ, হতাশা, ক্ষোভ এবং কিছুটা প্রাপ্তি। তিনি বলেন, ‘এতটা সহজে ওদেরকে ছাড় দেওয়া যায় না। বিষণ্ণ মন নিয়েই মাঠ থেকে যেতে হচ্ছে আমাকে, কারণ আজকে রাতে অনায়াসেই জিততে পারতাম। তবে দলকে নিয়ে আমি গর্বিতও বটে। ’

‘তবে দিনশেষে, জয়ই সবকিছু এবং আমাদের উচিত ছিল জেতা। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় আমাদের আরও বেশি লড়াই করা উচিত ছিল, যেমন দুটি গোল আমরা হজম করেছি। পাশাপাশি, সুযোগ তৈরি করার পর (গোলমুখে) আরও কার্যকর হওয়া প্রয়োজন ছিল। ’

এ মৌসুমে এই প্রথমবার হারের স্বাদ পেল জাভির দল। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।