ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

লেভার জোড়া গোল, দারুণ জয়ে শীর্ষে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
লেভার জোড়া গোল, দারুণ জয়ে শীর্ষে বার্সা

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারের শোক কাটিয়ে জয়ে ফিরল বার্সেলোনা। বায়ার্নেরই সাবেক স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে ভর করে এলচেকে হারিয়েছে কাতালান জায়ান্টরা।

এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে উঠে এলো জাভি হার্নান্দেসের দল।

ন্যু ক্যাম্পে আজ লা লিগার ম্যাচে কাতালানরা ৩-০ ব্যবধানে হারিয়েছে এলচেকে।  

খেলার শুরুর দিকে গনসালো ভার্দু লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় এলচে। এরপর বিরতির আগে দুটি গোলও হজম করে ম্যাচ থেকেই ছিটকে যায় তারা।  

৩৪তম মিনিটে লেভা বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিপাই। মিনিটে দুয়েক পর বল জালে জড়িয়েছিলেন পেদ্রিও। কিন্তু ভিএআরে বাতিল হয়ে গেছে তার গোল।  

বিরতির পর শুরুতে আবার গোল করেন পোলিশ স্ট্রাইকার লেভা। সময় আর গোল হজম করেনি এলচে। পুরো ম্যাচে মাত্র একটি শট নিয়েছে তারা। বিপরীতে বার্সার শট ছিল ২৫টি।

ছয় ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ১৫। আজ মাদ্রিদ ডার্বিতে জিতলে আবার শীর্ষে ফিরবে কার্লো আনচেলোত্তির দল।  

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।