ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

কাতার বিশ্বকাপ: দর্শকদের জন্য চালু হচ্ছে বিশেষ সৈকত 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
কাতার বিশ্বকাপ: দর্শকদের জন্য চালু হচ্ছে বিশেষ সৈকত 

২০২২ বিশ্বকাপ উপভোগ করতে আসা লাখো দর্শকদের জন্য বিশেষ সমুদ্র সৈকত চালু করবে কাতার। ‘কেতাই ফ্যান বিচ' নামের এই সৈকতে থাকবে নাচ-গান ও পার্টি করার ব্যবস্থা।

কাতার বিশ্বকাপের আয়োজকরা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বকাপের জন্য গড়ে উঠা লুসাইল শহরে হবে সেই বিশেষ 'এন্টারটেইনমেন্ট বিচ'। যৌথভাবে মেগা এই প্রকল্প বাস্তবায়ন করবে ইউভেঞ্চার ও কেতাইফান। আর পরিচালনার দায়িত্বে থাকবে মাদাইন আল দোহা ফিউশন হসপিটালিটি অ্যান্ড এক্সিবিউশন্স।

বিশ্বকাপ চলাকালীন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে বিশেষ সমুদ্র সৈকত। সেখানে আগত অতিথিরা বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। থাকবে খাবার, পানীয়, লাইভ মিউজিকের ব্যবস্থা। কনসার্টে দেশি-বিদেশি সঙ্গীত উপভোগের ব্যবস্থা থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।