ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বড়লোক হলে নিজে বিমান চালিয়ে নেপাল যেতাম: সালাউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
বড়লোক হলে নিজে বিমান চালিয়ে নেপাল যেতাম: সালাউদ্দিন

নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগামীকাল বুধবার দেশে ফিরবে শিরোপাজয়ী দল।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আবার সাফেরও প্রেসিডেন্ট। জয়ী দলের হাতে শিরোপা তুলে দেয়ার কথা ছিল তার নিজেরই। তবে জাতীয় দল যেন কোনও প্রকার চাপ অনুভব না করে, সে জন্য নেপালে যাননি বলে জানালেন তিনি।

তবে বাংলাদেশ জেতার পর আর ঘরে মন টিকছিল না বলে জানিয়েছেন সালাউদ্দিন। তখনই নেপালের উদ্দেশে উড়াল দিতে মন চাইছিল বলে জানিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘বড়লোক হলে আমি নিজের প্লেন চালিয়েই নেপাল চলে যেতাম। ’

ফাইনাল ম্যাচের নেপাল না যাওয়া প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘আমি চাইনি আমি নেপালে যাওয়ার ফলে মেয়েরা নিজেদের মধ্যে একটা চাপ অনুভব করুক। আমি সেখানে আরও বেশি প্রচার-প্রচারণা পেতাম। তবে আমি তো প্রচারের জন্য কাজ করি না। আমি কাজ করি ফুটবলের জন্য। ’

এর আগে নিজের হাতে সাফ শিরোপা দেশের হাতে তুলে দিতে না পারার আক্ষেপের কথা মিডিয়ায় বলেছিলেন সালাউদ্দিন। বলেছিলেন, সাফের প্রেসিডেন্ট হিসেবে নিজের দেশের হাতে শিরোপা তুলে দিতে পারলে গর্ব হতো। তবে এবার শিরোপা জয় করলেও তাদের হাতে শিরোপাটা নিজে তুলে দিতে পারলেন না তিনি।  

যখন দল চ্যাম্পিয়ন হলো; তখনকার অনুভূতি বলতে গিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি যদি বড়লোক হতাম প্লেন নিজে চালায় নেপাল চলে যাইতাম। দল জয়ের পর আমার অনুভূতি এমন ছিল। আমি দলের হাতে শিরোপা তুলে দিতে পারছি নাকি পারি নাই এটা বড় বিষয় না। বড় বিষয় তাদের চ্যাম্পিয়ন হওয়া। এই ১১ জন মেয়ে আমদের যে উপহারটা দিয়েছে এটা সারাজীবনের জন্য একটা অর্জন। ’

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।