ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

‘সাফের শিরোপা বাফুফের দীর্ঘদিনের পরিকল্পনার ফসল’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
‘সাফের শিরোপা বাফুফের দীর্ঘদিনের পরিকল্পনার ফসল’ ছবি: শোয়েব মিথুন

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আজ (২১ সেপ্টেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই শিরোপা জয়ের পর দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়ছেন সাবিনারা।

দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের অধিনায়ক।  

এই শিরোপা শুধু নারী ফুটবল দলের না, দেশের ১৬ কোটি জনগণের বলে জানিয়েছেন সাবিনা। অন্যদিকে বাফুফের দীর্ঘদিনের সুপরিকল্পনার ফসল এই শিরোপা এমনটাই জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান এবং ফিফা কাউন্সিলর মেম্বার মাহফুজা আক্তার কিরণ।

আজ নেপাল থেকে সাবিনারা দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছান। এরপর শিরোপাজয়ী দলটি ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করে বাফুফে ভবনে যায়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘কাজী সালাউদ্দিন ২০০৮ সালে বাফুফে চেয়ারম্যান হওয়ার পর থেকেই মূলত নারী ফুটবল নিয়ে কাজ শুরু হয়েছে। তবে পরিকল্পিতভাবে কাজ শুরু হয় ২০১২ সাল থেকে। সানজিদারা ২০১২ সালের প্রকল্পেরই ফসল। ’ 

২০১২-১৫ সাল পর্যন্ত সেই খেলোয়াড়দের নিজেদের অর্থায়নে পরিচালনা করেছেন বলে জানান মাহফুজা আক্তার কিরণ, ‘শুরুর দিকে নারী ফুটবলে কোনো স্পন্সর ছিল না। আমি ও সভাপতি টাকা দিয়ে ক্যাম্প চালিয়েছি। মেয়েদের খাবার, গিয়ার্সের জন্য অনেক অর্থ লাগত। সেগুলো আমরা নিজেরা কয়েক বছর দিয়েছি। ’ 

কিরণের সঙ্গে একমত পোষণ করে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘২০১২ সালে প্ল্যানের একটি আবাসিক ক্যাম্প হয়। সেই আবাসিক ক্যাম্প থেকে আমরা মেধাবী কয়েকজন খেলোয়াড় পাই। সেই খেলোয়াড়দের আমরা ধরে রেখেছি। ’

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।