ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

পুরুষ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন সালাউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
পুরুষ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন সালাউদ্দিন

কম্বোডিয়ার বিপক্ষে জয়ে আশার আলো জ্বালিয়েছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। তবে পরের ম্যাচেই নেপালের বিপক্ষে মুদ্রার উল্টোপিঠ দেখলো জামালরা।

সেই ম্যাচে হারতে হয় তাদের।

কাঠমান্ডুতে জামাল-জিকোদের পারফরম্যান্সে হতাশ কাজী সালাউদ্দিন। এমনকি জাতীয় দলের প্রতি খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন বাফুফে সভাপতি। খুশি নন খেলোয়াড়দের পারফরম্যান্সেও। মাঠে ফুটবলারদের ভালো করার ইচ্ছাশক্তির ঘাটতি দেখেছেন তিনি।

আজ শনিবার (১ অক্টোবর) বিকেলে বাফুফে ভবনে পেশাদার লিগ কমিটির সভা শেষে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘ফুটবলারদের পারফরম্যান্সে আমি মোটেও খুশি না। মাঠে তাদের নিবেদনের ঘাটতি দেখছি আমি। এভাবে আসলে চলতে পারে না। ’

হ্যাভিয়ের কাবরেরার অধীনে আট ম্যাচে মাত্র একটি জয়, দুই ড্র এবং পাঁচটিতে হেরেছে বাংলাদেশ। গুঞ্জন আছে এখানেই বাংলাদেশ অধ্যায় শেষ কাবরেরার। অবশ্য এখনই কাবরেরার ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে রাজি হননি বাফুফে বস। আজ সন্ধ্যায় কোচের সঙ্গে তিনি আলোচনায় বসবেন।  

এই ব্যাপারে সালাউদ্দিন বলেন, ‘এখন তো কোনো অজুহাত নেই, এখানে আমি বসা। ম্যানেজারের সাথে কথা বলেছি। কোচের সাথেও কথা বলব। এরপর আমার পর্যবেক্ষণ বলব আপনাদের। আমি এখনও কিছু বিশ্লেষণ করিনি। ’

গত মৌসুমে চতুর্থ হওয়া সাইফ স্পোর্টিং ক্লাব হঠাৎ করে লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। সে সিদ্ধান্ত থেকে দলটির সরে না আসায় হতাশ সালাউদ্দিন। নতুন মৌসুম সামনে রেখে ক্লাবগুলোর প্রতি ফিক্সিং ইস্যুতে কঠোর বার্তাও দিয়েছেন তিনি, ‘আমি হতাশ সাইফের ব্যাপারে। আমি জানি না (তারা কেনো এই সিদ্ধান্ত নিয়েছে)। তবে যেভাবে আছে, এখন সেভাবেই চলবে। ’

তিনি আরও বলেন, ‘বিপিএলে সবাই খেলতে চায়। আমি যা বলেছি, ক্লাবগুলোও তাই চায়। তাদের কিছু যৌক্তিক পয়েন্ট ছিল, সেগুলো বিবেচনায় নিয়েছি। ফুটবল যাতে একটা পর্যায়ে যেতে পারে, সেই চেষ্টা করছি। আমি দুইটা জিনিস ক্লাবগুলোকে বলেছি, ড্রাগস আর ফিক্সিং যেন না থাকে। প্রমাণ হলে কঠিন শাস্তি হবে। ’

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।