ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

গার্ড মুলার ট্রফি লেভানদোভস্কির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
গার্ড মুলার ট্রফি লেভানদোভস্কির

টানা দ্বিতীয় বারের মত গার্ড মুলার ট্রফি জিতেছেন বার্সেলোনার তারকা রবার্ট লেভানদোভস্কি। বয়স যতই বাড়ছে পোলিশ এই স্ট্রাইকারের খেলার ধার যেন ততই বাড়ছে।

 ক্লাব এবং জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের জন্য এই পুরস্কার দেয়া হয়।

পোলিশ এই স্ট্রাইকার ৩৪ বছর বয়েসেও আছেন দারুণ ফর্মে। বার্সেলোনার হয়ে গত মৌসুমে লা-লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে করেছেন  ১৪ গোল। এছাড়া জাতীয় দলের জার্সিতেও গোল রয়েছে তার।

বায়ার্ন মিউনিখ থেকে গত মৌসুমেই বার্সেলোনায় যোগ দিয়েছেন এই পোলিশ গোলমেশিন। আগামীতেও গোলের ধারা বজায় রাখতে চান বলে জানিয়েছেন তিনি। লেভা বলেন, ‘সামনে আরও অনেকটা পথ বাকি আছে। তরুণরা বেশ ভালো খেলছে। তবে আমি এখনো আছি ফুরিয়ে যাইনি। নিজেকে প্রতিযোগিতার মধ্যে রাখতে চাই। ’

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।