ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

যে পরিশ্রম করেছি, ব্যালন ডি’অর তার স্বীকৃতি : বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
যে পরিশ্রম করেছি, ব্যালন ডি’অর তার স্বীকৃতি : বেনজেমা

জীবনের বড় একটা সময় আড়ালেই কাটিয়েছেন। রিয়াল মাদ্রিদে তারকারা এসেছেন, তাদের ছায়া হয়ে থেকেছেন করিম বেনজেমা।

কিন্তু পরিশ্রম করে গেছেন, কখনো হাল ছাড়েননি। নিজেকে শীর্ষে নিয়ে যাওয়ার তাগিদ তার ছিল সবসময়।

রিয়ালের হয়ে অবিশ্বাস্য এক মৌসুম কাটিয়ে বেনজেমা জিতেছেন ব্যালন ডি’অর। চারদিকে করতালি উঠেছে তার জন্য। এরপর ৩৪ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, এটা তার পরিশ্রমের স্বীকৃতি।

জিনেদিন জিদানের ২৪ বছর পর কোন ফরাসি জিতলেন ব্যালন ডি’অর। এরপর বেনজেমা বলেছেন, ‘ব্যালন ডি’অর পেয়ে আমি সত্যিই গর্বিত, যে পরিশ্রম করেছি, তার স্বীকৃতি এটি। কখনও হাল ছাড়িনি আমি। ’

নিজের জীবনে দুজনকে আদর্শ মেনেছেন বেনজেমা। তাদের একজনের হাত থেকেই সোমবার ব্যালন ডি’অর তুলে নেন তিনি। মাঝে সেক্সটেপ কাণ্ডে জাতীয় দল থেকে ব্র্যাত্য হয়ে পড়েছিলেন, বেনজেমা শুনিয়েছেন ওই কঠিন সময়ের কথাও।

তিনি বলেছেন, ‘আমার জীবনে দুজন আদর্শ (রোল মডেল) আছেন, জিদান ও রোনালদো। সবসময় আমার মনে স্বপ্ন ছিল-সবকিছু সম্ভব। যখন আমি ফ্রান্স দলে ছিলাম না ওই সময়টা কঠিন ছিল, কিন্তু তখনও কঠোর পরিশ্রম করেছি এবং কখনও হাল ছাড়িনি এবং ফুটবল খেলাটা উপভোগ করেছি। ’

‘এখানে আসার যে পথচলা, তা নিয়ে আমি গর্বিত। এটা সহজ ছিল না। আমার ও আমার পরিবারের জন্য কঠিন ছিল। আজ আমি এখানে এবং প্রথমবারের মতো। আমি আসলে, আসলেই খুশি। ধন্যবাদ আমার রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের সতীর্থদের। ’

বাংলাদেশ সময় : 
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।