ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

মেসির বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
মেসির বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন লেভানডফস্কি

কাতার বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা-পোল্যান্ড। ৩০ নভেম্বর মুখোমুখি হবে এই দুই দল।

লিওনেল মেসি এবং রবার্ট লেভানডফস্কির দ্বৈরথ এই ম্যাচকে দিচ্ছে বাড়তি আকর্ষণ। পোলিশ তারকা নিজেও মুখিয়ে রয়েছেন বিশ্বকাপে মেসির বিরুদ্ধে খেলার জন্য। ফিফার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে লেভানডফস্কি জানিয়েছেন, আর্জেন্টিনা ম্যাচ স্মরণীয় করে রাখাই তার প্রধান লক্ষ্য।

বিশ্বকাপে পোল্যান্ডের প্রথম ম্যাচ মেক্সিকোর বিরুদ্ধে ২২ নভেম্বর। চার দিন পরে দ্বিতীয় ম্যাচে লেভানডফস্কি মুখোমুখি হবেন সৌদি আরবের। গ্রুপের শেষ ম্যাচ আর্জেন্টিনার বিরুদ্ধে। তিনি বলছেন, ‘আর্জেন্টিনা সম্পর্কে বেশি কিছু বলার নেই। লিওনেল মেসির মতো কিংবদন্তি রয়েছে দলে। আমি মনে করি, এ বারের বিশ্বকাপে খেতাবের অন্যতম দাবিদারও। কোনও সন্দেহই নেই যে, এই ম্যাচটা অত্যন্ত কঠিন হতে চলেছে। ’

তিনি আরও বলেন, ‘একঝাঁক প্রতিশ্রুতিমান ফুটবলারকে নিয়ে আর্জেন্টিনা দলটা এ বার অসাধারণ। তবে প্রতিপক্ষ হিসেবে মেক্সিকোও শক্তিশালী। শেষ বাঁশি বাজা পর্যন্ত ওরা লড়াই করে। সৌদি আরব এই বিশ্বকাপে অনেক চমক দিতে পারে। ’

বিশ্বকাপে সাফল্যের জন্য লেভানডফস্কিই প্রধান ভরসা পোল্যান্ডের। অতিরিক্ত প্রত্যাশার চাপ কি ভাবে সামলাবেন? বার্সা তারকার বললেন, ‘আমার প্রতিটি গোলের সঙ্গেই প্রত্যাশা বাড়তে থাকে। প্রতিপক্ষ কে তা গুরুত্বপূর্ণ নয়, সকলেই আশা করে, আমি গোল করব। যদিও সব সময় তা সম্ভব নয়। ’ 

তিনি আরও বলেন, ‘গোলের জন্য আমি সবসময় ক্ষুধার্ত থাকি। অনেকেই ধরে নেয়, গোল করতে পারলেই আমি ভাল খেলেছি। তা না হলে খারাপ খেলেছি। তাই এই নিয়ে আমি আর চিন্তা করি না। জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই বিরাট দায়িত্বের। লক্ষ্য থাকে সেরাটা উজাড় করে দেওয়ার। ’

বাংলাদেশ সময় : ১১৫৯, অক্টোবর ২০, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।