ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

বলসোনারো হারতেই লুলা সমর্থকদের তোপের মুখে নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
বলসোনারো হারতেই লুলা সমর্থকদের তোপের মুখে নেইমার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থক হিসেবে নিজেকে প্রকাশ করেছিলেন নেইমার। সেই বলসোনারো নির্বাচনে হেরে যাওয়ার কারণে তোপের মুখে পড়েছেন পিএসজির এই তারকা ফরোয়ার্ড।

প্রতিপক্ষ লুলা দা সিলভার সমর্থকরা দেশটির রাস্তায় নেইমারকে কর দেওয়ার দাবি তুলে স্লোগান দিচ্ছে।

নির্বাচন চলাকালীন সময়ে হেরে যাওয়া বলসোনারো নেইমারের কর ফাঁকি দেওয়ার বিষয়টি ক্ষমা করে দেন। এই কর ফাঁকি দেওয়ার অপরাধে দীর্ঘদিন তাকে কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়েছে। শেষ পর্যন্ত সাবেক প্রেসিডেন্টের কাছে ক্ষমা পেলেও নতুন নির্বাচিত লুলা দা সিলভা তা সমর্থন করবেন কিনা, তা ভক্তদের স্লোগান দেখেই বোঝা যাচ্ছে।  

সম্প্রতি ব্রাজিলের রাস্তায় লুলার সমর্থকদের করা বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায় এক ভক্ত কেঁদে কেঁদে বলছেন, ‘নেইমার! তোমার কর পরিশোধ করতে হবে। ’

নির্বাচনের আগে অবশ্য লুলা নেইমারকে সতর্ক করে রেখেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি সে (নেইমার) ভয় পাচ্ছে; যদি আমি জিতে যাই। সবাই জানে যে বলসোনারো তাকে ক্ষমা করে দিয়েছিল। ’

বলসোনারো হেরে যাওয়ার পর লুলা সমর্থকদের এই বিক্ষোভের প্রতিক্রিয়াও জানান নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে নেইমার লিখেন, ‘হে প্রভূ, তোমার ইচ্ছে, তুমি যা করো। ’

হেরে যাওয়া প্রেসিডেন্টেকে বিশ্বকাপে গোল উৎসর্গ করার কথাও বলেছিলেন নেইমার। তবে হেরে যাওয়ার কারণে বলাই যায়, সেটি আর করা হবে না পিএসজির এই ফরোয়ার্ডের। কিন্তু কর ফাঁকি দেওয়ার বিষয়টির কি সুরাহা হবে, তা লুলা আসনে বসার পরেই জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
আরইউ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।