ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আরমানিকে নিয়ে বিশ্বকাপের জন্য কাতারে স্কালোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
আরমানিকে নিয়ে বিশ্বকাপের জন্য কাতারে স্কালোনি

বিশ্বকাপের এখনও বাকি দুই সপ্তাহ। কিন্তু এর মধ্যেই স্বাগতিক দেশ কাতারে পৌঁছে গেছে আর্জেন্টিনার কোচিং স্টাফরা।

তাদের সঙ্গে আছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়া। একমাত্র ফুটবলার হিসেবে কোচিং স্টাফের সঙ্গে আছেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি।  

কাতারে পৌঁছানোর পর ‘স্বাগতম, আমেরিকার চ্যাম্পিয়ন’ লেখা দিয়ে বরণ করে নেওয়া হয় তাদের। আগামী ১৬ নভেম্বর আবুধাবির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টিনার। এর আগেই আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন ফুটবলাররা।  

ইউরোপে খেলা ফুটবলারদের যোগ দিতে দেরি হলেও কোচিং স্টাফের সঙ্গেই কাতারে পৌঁছেছেন আরমানি। আর্জেন্টিনার লিগ থেকে বিশ্বকাপে ডাক পাওয়া একমাত্র ফুটবলার হতে পারেন তিনি। দলের সঙ্গে থাকবেন তাপিয়াও।  

এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। গত কোপা আমেরিকা জেতার পর থেকেই অন্যরকমভাবে উজ্জ্বীবিত আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপই হতে পারে দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। এজন্য আরও বেশি জিততে মরিয়া থাকবেন দেশটির ফুটবলাররা।  

বাংলাদেশ সময় : ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।