ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

মানের চোট গুরুতর নয়, বিশ্বকাপ নিয়ে ঝুঁকি নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
মানের চোট গুরুতর নয়, বিশ্বকাপ নিয়ে ঝুঁকি নেই

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেতে হয় সেনেগালকে। দেশটির তারকা ফুটবলার সাদিও মানে ইনজুরিতে পড়েন।

তবে তার চোট গুরুতর নয় বলে জানিয়ে সেনেগালকে কিছুটা স্বস্তি দিলেন বায়ার্ন মিউনিখের সহকারী কোচ ডিনো টপমোল।

মঙ্গলবার রাতে বুন্ডেসলিগার ম্যাচে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে সার্জিও জিন্যাব্রির হ্যাটট্রিকে ৬-০ ব্যবধানের বড় জয় পায় বায়ার্ন। সেই ম্যাচের পঞ্চদশ মিনিটেই হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় মানেকে। আর বিশ্বকাপের আগে এই চোটই ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেনেগালের জন্য।  

তবে সেনেগালকে স্বস্তি দিয়ে বায়ার্নের সহকারী কোচ জানান, ‘সাদিও মানে পায়ে আঘাত পেয়েছিল, এর ফলে সে স্নায়ুতে ব্যথা অনুভব করছিল। গুরুতর কিছু নয় এবং তার বিশ্বকাপে খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই। ’ 

কাতার বিশ্বকাপের পর্দা উঠবে চলতি মাসের ২০ তারিখ। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২১ তারিখ মাঠে নামবে সেনেগাল। ‘এ’ গ্রুপে এই দুই দলের সঙ্গে রয়েছে কাতার ও ইকুয়েডরও।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।