ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

নিজেদের শেষ ম্যাচেও হারল ভুটান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
নিজেদের শেষ ম্যাচেও হারল ভুটান

সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে আজ ভুটানকে ১-০ গোলে হারিয়েছে নেপাল। আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দল।

নেপালের এই ছোট ব্যাবধানের জয়ে শিরোপার লড়াইয়ে আশা জাগিয়েছে বাংলাদেশের। শেষ ম্যাচে জিতলেই শিরোপা জয় করবে বাংলাদেশ।

আজ (৯ নভেম্বর) বুধবার ভুটানকে ফিরতি লেগের ম্যাচে ১-০ গোলে হারিয়েছে নেপাল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট বাংলাদেশের।

আগামী শুক্রবার ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। এ ম্যাচটি হয়ে উঠেছে ফাইনাল। প্রথম লেগে নেপালের বিপক্ষে ১-০ গোলের হারের প্রতিশোধ নিতে পারলে শিরোপা স্বাগতিকদের।

প্রথম লেগে ভুটানকে ৭-০ ব্যবধানে হারিয়েছিল নেপাল। পরের দুটি জয় তাদের ১-০ গোলের। অন্যদিকে নেপালের বিপক্ষে হারলেও ভুটানকে দুই লেগ মিলিয়ে ১৭ গোল দিয়ে জিতেছিল বাংলাদেশ। ফলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা নেপালের (+৯) চেয়ে গোল পার্থক্যে এগিয়ে বাংলাদেশ (+১৬)। ফিরতি লেগে ন্যূনতম ব্যবধানে জিতলে ২০১৭ সালের পর ফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ট্রফি বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।