ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

যেভাবে কাতার বিশ্বকাপে থাকছে বাংলাদেশও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
যেভাবে কাতার বিশ্বকাপে থাকছে বাংলাদেশও

কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি বাংলাদেশ। প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে না পারলেও পরোক্ষভাবে ঠিকই থাকছে দেশটি।

নিজেদের দেশে বানানো জার্সি বিশ্বকাপে পাঠিয়ে এই যাত্রায় শামিল হয়েছে তারা।

জানা যায়, মস্কোভিত্তিক প্রতিষ্ঠান ‘স্পোর্টস মাস্টার’-এর মাধ্যমে বাংলাদেশ থেকে বানানো জার্সি রপ্তানি হয়। গত ফেব্রুয়ারি এবং মার্চে এই জার্সি রাশিয়ায় পাঠিয়েছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। এই জার্সিই পরনে থাকবে ফিফা কর্মকর্তা, রেফারি, বলবয় ও গ্যালারির অনেক দর্শকের।  

এই ব্যাপারে সনেট টেক্সটাইল ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন গণমাধ্যমকে বলেন, আগের বিশ্বকাপে রাশিয়ায় বেশ কিছু জার্সি পাঠালেও এবার এটা দ্বিগুন হয়েছে। গত ১০ বছর ধরে রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে আমার প্রতিষ্ঠান।

তিনি জানান, সনেট টেক্সটাইল উচ্চমূল্যের পোশাক রপ্তানি করে থাকে। রাশিয়া, ইউরোপ, আমেরিকায় স্পোটর্স ওয়ার, জ্যাকেট অন্তর্বাস রপ্তানি করে থাকে। শুধু রাশিয়ার বাজারেই বছরে ৭০ হাজার পিস পোশাক রপ্তানি করে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।