ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ জিতলে অবসর নেবেন? রোনালদো বললেন, ‘১০০%’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
বিশ্বকাপ জিতলে অবসর নেবেন? রোনালদো বললেন, ‘১০০%’

আগের মতো সেই দাপট এখন আর নেই। হবেই বা কী করে! ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে তো আর তারুণ্যের মতো ছুটে চলা যায় না।

তবুও ক্রিস্তিয়ানো রোনালদো চেষ্টা করে যাচ্ছেন নিজের সবটুকু দিয়ে। ফুটবল পণ্ডিতদের অনেকেই মনে করেন, তার অবসরে যাওয়া উচিত।  

তবে নিজের অবসর ভাবনা নিয়ে একদমই পরিষ্কার রোনালদো। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন পর্তুগাল বিশ্বকাপ জিতলে বুট জোড়া তুলে রাখবেন তিনি, ‘হ্যাঁ, বিশ্বকাপ জিতলে ১০০% আমি অবসর নিব। ’ 

চারটি বিশ্বকাপ খেলে ফেলেছেন রোনালদো। কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে তাকে। কাতার বিশ্বকাপে শেষ চেষ্টাটা করে যাবেন তিনি, ‘সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি জানি না, বিশ্বকাপের পর কী হবে। তবে আগেও বলেছি এবং আবারও বলবো সমর্থকরা সবসময় আমার হৃদয় থাকবে। আমি ফিরে আসি বা না ফিরে আসি আশা করি তারা আমার পাশে থাকবেন। কেউই নিখুঁত নন। আমি সবসময়ই ভুল করে যাব। তবে বিশ্বকাপের পর কী হবে তা বলা কঠিন। কারণ আমার মনোযোগটা এখন পর্তুগালকে নিয়ে। ’

মরগানকে দেওয়া সাক্ষাৎকারেই ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রোনালদো। তাই বিশ্বকাপের পর রেড ডেভিল জার্সি গায়ে তাকে দেখার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। তবে যেখানেই হোক ক্যারিয়ারটা এখন শেষ করতে রাজি নন তিনি।  

৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড আরও যোগ করেন, ‘আমি সর্বোচ্চ আরো দুই বা তিন বছর খেলতে চাই। ৪০ বছর বয়সে শেষ করতে চাই ক্যারিয়ার। ভবিষ্যতের ব্যাপারে জানি না। মাঝেমধ্যে দেখা যায় আপনি পরিকল্পনা অনুযায়ী চলতে পারেন না। জীবন গতিশীল, তাই কী ঘটবে তা কেউ জানে না। ’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।