ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এক হারে আর্জেন্টিনার একাদশে এলো পাঁচ বদল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এক হারে আর্জেন্টিনার একাদশে এলো পাঁচ বদল

গত কয়েক বছর ধরে একটু একটু করে আর্জেন্টিনা দলটাকে গড়ে তুলেছেন লিওনেল স্কালোনি। একাদশও ছিল প্রায় কাছাকাছি।

তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যায় আলবিসেলেস্তেরা। ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে আসা দলের জন্য এমন হার এসেছে বড় ধাক্কা হয়ে।  

একাদশেও তাই এলো বড় রদ বদল। সৌদি ম্যাচের একাদশে থাকা পাঁচ ফুটবলরাকে মেক্সিকোর বিপক্ষে রাখেননি আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। সেন্টার ব্যাকে অনুমিতভাবেই ক্রিস্তিয়ান রোমেরার জায়গায় এসেছেন লিসান্দ্রো মার্তিনেস।

এর বাইরে ফুলব্যাক পজিশনে নিকোলাস তাগ্লিয়াফিকো বাদ পড়েছেন। তার জায়গা নিয়েছেন মার্কোস আকুনা। সেন্ট্রাল মিডফিল্ডে দলের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকা লিয়ান্দ্রো পারেদেসও নেই মেক্সিকোর বিপক্ষে, তার জায়গায় খেলবেন গুইদো রদ্রিগেস। নিকোলাস গঞ্জালেসের বদলে শুরু করবেন ম্যাক অ্যালিস্তার।

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার একাদশ :

এমিলিয়ানো মার্তিনেস
গনসালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনা
রদ্রিগো দি পল, গুইদো রদ্রিগেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার
দি মারিয়া, লাউতারো মার্তিনেস, লিওনেল মেসি

বাংলাদেশ সময় : ২৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।