ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

১১ ম্যাচ কম খেলেই মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
১১ ম্যাচ কম খেলেই মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে

ডেনমার্ককে হারিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় পা রেখেছে ফ্রান্স। বর্তমান চ্যাম্পিয়নদের দাপুটে এই জয়ে একাই জোড়া করেছেন কিলিয়ান এমবাপ্পে।

সেই সঙ্গে বিশ্বকাপে লিওনেল মেসির গোলের সংখ্যাও ছুঁয়ে ফেলেছেন ফরাসি ফরোয়ার্ড।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ শনিবার ২০২২ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের দল। ম্যাচের ৬১তম মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফরাসিরা। এরপর আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন গোল করে ডেনমার্ককে সমতায় ফেরান। তবে রাতটা যে এমবাপ্পের; ৮৬তম মিনিটে ফের তার গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে এ নিয়ে ৭ গোল হলো এমবাপ্পের। সমান গোলসংখ্যা তার পিএসজি সতীর্থ ও আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিরও। কিন্তু মেসির চেয়ে ১১ ম্যাচ কম খেলেছেন এমবাপ্পে। ৭ গোল পেতে মেসি যেখানে খেলেছেন ২০ ম্যাচ, এমবাপ্পের সেখানে লেগেছে মাত্র ৯ ম্যাচ। তবে আজ রাতে মেক্সিকোর বিপক্ষে গোল করলে ফের এগিয়ে যাবেন মেসি।  

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।