ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জাপানের পথে কাঁটা বিছিয়ে দিল কোস্টারিকা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
জাপানের পথে কাঁটা বিছিয়ে দিল কোস্টারিকা

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল জাপান। আজ জিতলে শেষ ষোলোও প্রায় নিশ্চিত হয়ে যেত 'ব্লু সামুরাই'দের।

কিন্তু তুলনামূলক সহজ প্রতিপক্ষ কোস্টারিকার কাছে হেরে বসলো তারা। আর তাতে পরের ধাপে উঠার পথটাও কঠিন হয়ে গেল জাপানের।

২০২২ বিশ্বকাপের গ্রুপ 'ই'-এর ম্যাচে আজ আহমেদ বিন আলী স্টেডিয়ামে এশিয়ার জায়ান্টদের ১-০ গোলে হারিয়েছে লুই ফার্নান্দো সুয়ারেজের দল। এই জয়ে জাপানের বড় ধরনের ক্ষতি হলেও টুর্নামেন্টে টিকে রইলো কোস্টারিকা।  

এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে ৭-০ গোলে উড়ে গিয়েছিল তারা। অন্যদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল জাপানিরা। আজকের ম্যাচের ফলাফলের পর দুই দলের পয়েন্ট হলো ৩ করে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে থাকা স্পেন রাতে মুখোমুখি হবে জার্মানির। এই ম্যাচ জিতলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে স্প্যানিশদের।

জার্মানিকে হারিয়ে শুরু করা জাপান আজ কোস্টারিকাকে উড়িয়ে দেবে, এমনটাই ভাবা হচ্ছিল। এমনকি অতি আত্মবিশ্বাসে জাপান কোচ হাজিমে মোরিইয়াসু আনেন পাঁচ পরিবর্তন। এর ফলও ভোগ করতে হয় তাদের। আক্রমণ বেশি করলেও ফিনিশিংয়ে সমস্যায় পড়েছে তারা।  

তবে আজ শুরু থেকে কোস্টারিকার রক্ষণকে চেপে ধরে জাপান। মাঝমাঠ আর ডি-বক্সের আশেপাশে আনাগোনা চলতে থাকে তাদের। ম্যাচে সবমিলিয়ে তারা শটও নিয়েছে ১৩টি, যার ৩টি লক্ষ্যে। অন্যদিকে পুরো ম্যাচে মাত্র একবার লক্ষ্যে শট নিতে পারে কোস্টারিকা, আর তাতেই বাজিমাত করে তারা। এমনকি এই আসরে এটাই প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে তাদের প্রথম শট। দ্বিতীয়ার্ধের শেষদিকে একমাত্র গোলটি করেন কোস্টারিকার ডিফেন্ডার কেইসার ফুয়ের।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।