ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বিজয়ী ছেলেকে মায়ের চুমু

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
বিজয়ী ছেলেকে মায়ের চুমু

উত্তর আফ্রিকার দেশ মরক্কো। ২৪ বছর যারা বিশ্বকাপে কোনো জয়ের দেখা পায়নি।

গতকাল বিশ্বের দ্বিতীয় সেরা দল (র‍্যাঙ্কিং অনুযায়ী) বেলজিয়ামকে হারিয়ে আক্ষেপ ঘুচিয়েছে ২২ নম্বরে থাকা দলটি। এমন অসাধারণ জয়ের পর এক অপূর্ব দৃশ্য দেখা গেল কাতারের আল থুমামা স্টেডিয়ামে।

বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে কাল গ্রুপ পর্বের ম্যাচে ২-০ গোলে হারিয়ে দিয়েছে মরক্কো। স্বাভাবিকভাবেই উল্লাসে মেতেছিলেন মরক্কোর ফুটবলারেরা। এর মাঝেই গ্যালারির দিকে ছুটে যান দলের ডিফেন্ডার আশরাফ হাকিমি। সেখানে অপেক্ষায় ছিলেন তার মা। প্রিয় সন্তান হাকিমিকে কাছে পেতেই তার গালে চুমু এঁকে দেন গর্বিত সেই মা।

হাকিমিও মাকে আদর করে কপালে চুমো এঁকে দেন। শুধু নিজের ছেলে নয়, তার সতীর্থদেরকেও কাছে ডেকে আদর করেছেন এই মা। গ্যালারিতে এমন দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই। সেই মুহূর্তের ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সবাই মা আর ছেলের এই ভালোবাসায় মুগ্ধতা প্রকাশ করছেন।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।