ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেইমার ছাড়া ব্রাজিলের একাদশ যেমন হলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
নেইমার ছাড়া ব্রাজিলের একাদশ যেমন হলো

আগের ম্যাচের পর বড় এক দুঃসংবাদই পেয়েছিল ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিলেন নেইমার জুনিয়র।

দলের সবচেয়ে বড় তারকার না থাকায় কেমন হয়েছে ব্রাজিলের একাদশ? 

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে পরিবর্তন এসেছে দুটি। এদের মিলিতাও এসেছেন, এর সঙ্গে মিডফেল্ড ফ্রেদ। নেইমারের সঙ্গে আগের ম্যাচে ছিটকে গিয়েছিলেন দানিলো।  

বাংলাদেশ সময় দশটায় শুরু হবে ব্রাজিল-সু্‌ইজারল্যান্ডের ম্যাচ। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। আজ যারা জিতবে, শেষ ষোলেতে চলে যাবে।

ব্রাজিলের একাদশ-

আলিসন ; এদের মিলিতাও , মাকিনহোস,  থিয়াগো সিলবা, সান্দ্রো; 
লুকাস পাকেতা, কাসেমিরো, ফ্রেদ; 
রাফিনহা,  রিচার্লিসন, ভিনিসিয়ুস

সুইজারল্যান্ডের একাদশ :

ইয়ান্‌ সোম্মার 
সিলভান ভিডমার, মানুয়েল আকানজি, এলভেদি, রিকার্দো রদ্রিগেস
রেমো ফ্রুলার, হাকা
শাকিরি, সউ, ভার্গাস
ব্রিল এমবোলো

বাংলাদেশ একাদশ : ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।