ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পর্তুগালের বিপক্ষে সুয়ারেজকে ছাড়াই মাঠে নামছে উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
পর্তুগালের বিপক্ষে সুয়ারেজকে ছাড়াই মাঠে নামছে উরুগুয়ে

টিকে থাকার লড়াইয়ে আজ (২৯ নভেম্বর) পর্তুগালের বিপক্ষে মাঠে নামছে উরুগুয়ে। গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ে দলে নেই লুইস সুয়ারেজ।

তার স্থলাভিষিক্ত হয়েছেন এডিনসন কাভানি।

প্রথম ম্যাচে জয়ের ফলে অনেকটাই নির্ভার পর্তুগাল। এই ম্যাচ জিতলেই শেষ ১৬’র টিকিট কাটবে তারা। প্রথম ম্যাচে চোট পাওয়ায় এই ম্যাচে থাকছেন না ডিফেন্ডার দানিলো। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেপে।

পর্তুগাল একাদশ: দিয়েগো কস্তা, পেপে, রুবেন দিয়াজ, রুবেন নেভেস, রাপাল গুয়েরেইরো, হোয়াও কানসালো, বেনার্দ সিলভা, কার্ভালহো, ব্রুনো ফার্নান্দেস, হোয়াও ফেলিক্স এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

উরুগুয়ে একাদশ: সার্জিও রোসেত, কোয়াতেস, হোসে মারিয়া জিমেনেজ, ভারেলা, দিয়েগো গডিন, ম্যাথিয়াস অলিভেরা, ম্যাতিয়ান ভেসিনো, রদ্রিগো বেনতানকুর, ফেডেরিকো ভালভার্দে, ডারুউইন নুয়েজ, এডিনসন কাভানি

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।