ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফ্রান্স

ফ্রান্সে প্রবাসীদের মিলনমেলা

দেলওয়ার হোসেন সেলিম, প্যারিস থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪
ফ্রান্সে প্রবাসীদের মিলনমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস (ফ্রান্স) থেকে: ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটিতে দিনব্যাপী তরুণদের মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

দেশটির রাজধানী প্যারিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুপারমুন উপলক্ষে সুস্থ বিনোদনের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশি  মাসুম চৌধুরী এ অনুষ্ঠানের আয়োজন করেন।

১০ আগস্ট রাতের আকাশে যে চাঁদ হেসেছে তার আকার স্বাভাবিকের চেয়ে বড়। আর দূরের চাঁদটি নেমে এসেছিল পৃথিবীর অনেকটা কাছে।

তাই ফ্রান্সের প্যারিসে থেকে বহু লোক এই সুপারমুন দেখার সুযোগ পেয়েছিলেন।

এই স্মৃতি লালন করে রাখতে ‘প্রবাসে বাঙালিরাই বাঙালিদের ভাই, সব বাঙালি মিলে একটি বড় পরিবার। সেই পরিবারের নাম বাংলাদেশ’ স্লোগানে ক্লিসি সোভা মেরির পার্শবর্তী মাঠে সবাই মিলিত হন।

এখানে রাহুল আমিন নিজ হাতে রান্না করা রকমারি  বাংলাদেশি খাবার একটি ঠেলা গাড়িতে করে নিয়ে আসেন।

তখন ঘড়ির কাটায় স্থানীয় সময় বেলা ২টা। প্রবাসের হাজারো ব্যস্ততার মধ্যে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় উপস্থিত সবাই আনন্দিত।

খাবারের মেন্যুতে ছিল দেশীয় স্বাদের গরুর মাংস,পোলাও, মুরগীর রোস্ট, স্পেনের অলিভ, ভেরাইটিজ সালাদ, ফ্রান্সের বিখ্যাত বাগেট, মিনারেল পানি ও চকলেট।

গান,গল্প আর আড্ডায় তুমুল আনন্দে মেতে উঠেন প্রবাসী বাঙালিরা।

অনুভূতি প্রকাশের সময় সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক মাসুম চৌধুরী।

ফখরুল ইসলোমের পরিচালনায় আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা তারেক আহমেদ তাজ, সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম ,মুহাম্মদ আলী, সুমন আল মাহবুব প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।