ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফ্রান্স

প্যারিসে বাংলাদেশি বইমেলা

অরণ্য অনিক, ফ্রান্স থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
প্যারিসে বাংলাদেশি বইমেলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফ্রান্স: একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রান্সে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশি বইয়ের মেলা।

বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স সংসদ আয়োজিত মেলায় প্রচণ্ড শীত উপেক্ষা করে বিপুল প্রবাসী পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হন।

মেলায় বাংলাদেশ থেকে প্রকাশিত প্রায় ১ হাজার ২০০ বই প্রদর্শিত হয়।

সম্প্রতি দিনব্যাপী এ বইমেলায় প্যারিস প্রবাসীরা অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এরপর একুশজন শিশু-কিশোর আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলার উদ্বোধন করে।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর অর্ধশত শিশু-কিশোর চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিল ‘আমার দেশ বাংলাদেশ, আমার ভাষা বাংলা’। ছবিতে প্যারিসের বাঙালি শিশুরা তুলির মাধ্যমে মহান ভাষা আন্দোলনকে দারুণভাবে ফুটিয়ে তোলে। এ প্রতিযোগিতায় বিচারক ছিলেন হামিদ ভূইয়া ও কাজী ইসমাইল হোসেন।
 
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে ‘চেতনায় একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক আলোচনা সভা হয়।

কামরুল হাসান উজ্জ্বলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরাসী লেখিকা, ইতিহাসবিদ ও গবেষক লিজেল শিফে ও বিশেষ অতিথি ডা. শাহেদা ইসলাম।

অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সম্মানিত প্রতিনিধি হজরত খান ও ফরাসী কমিউনিটি ব্যক্তিত্ব ক্ল্যার।

আলোচনা শেষে কবিতা আবৃত্তি করেন বরেণ্য কবি ও আবৃত্তিকার রবি শংকর মৈত্রী, সাইফুল ইসলাম ও শর্মিষ্ঠা বড়ুয়া।

বইমেলার শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক গান ও গণসংগীত পরিবেশন করেন গৌতম কুমার ও তার সহশিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।