ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফ্রান্স

প্যারিসে ছাতক-দোয়ারা উন্নয়ন পরিষদের ইফতার মাহফিল

এনায়েত হোসেন সোহেল, প্যারিস থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
প্যারিসে ছাতক-দোয়ারা উন্নয়ন পরিষদের ইফতার মাহফিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস (ফ্রান্স): পবিত্র রমজানে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ফ্রান্সে ছাতক-দোয়ারা উন্নয়ন পরিষদের  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় সোমবার প্যারিসের ক্যাথশিমার একটি হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



ইফতার প‍ূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ছাহিদুর রহমান ছাহিদ।

সংগঠনের সাধারণ সম্পাদক সুজন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সহ-সভাপতি সিরাজুর রহমান,সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাজী জালাল খান, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি এম এ কাশেম, আয়েবার বিজনেস অ্যাফেয়ার হেনু মিয়া, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি সভাপতি দেলোয়ার হোসেন কয়েছ, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান সিরাজ, বিয়ানীবাজার বাজার জনকল্যাণ ট্রাস্টের সভাপতি সরোয়ার হোসেন টিপু, গোপালগঞ্জ হেলপিং হেন্ডস এর সভাপতি আমিনুর রহমান, ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি খসরুজ্জামান, বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, কান‍াইঘাট সমিতির সাধারণ সম্পাদক হাফিজ সেলিম আহমেদ, ফ্রান্স তৃণমূল বিএনপির সভাপতি ইকবাল হোসাইন আলী, ফ্রান্স আঞ্জুমানে আল ইসলামের সভাপতি মির্জা শফিকুর রহমান প্রমুখ।

বক্তব্য দেন, কবি মোস্তফা হাসান, বিএনপি নেতা শাহ জামাল, মাহবুবুর রহমান বকুল, মুজিবুর রহমান, সাহেদ আলী, কানু মিয়া, শামীম আহমেদ, আব্দুল কাইয়ুম, কিরণ আহমেদ প্রমুখ।

ইফতারের আগে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফ্রান্স আঞ্জুমানে আল ইসলাহর সহ-সভাপতি হাফিজ এখলাছুর রহমান রাজু।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।