ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফ্রান্স

প্যারিসে ব্যাংকার ইকবাল চৌধুরীকে সংবর্ধনা

দেলওয়ার হোসেন সেলিম, প্যারিস থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
প্যারিসে ব্যাংকার ইকবাল চৌধুরীকে সংবর্ধনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস (ফ্রান্স): ফ্রান্সের রাজধানী প্যারিসে সিলেটের কানাইঘাটের কৃতি সন্তান ও লন্ডনে কর্মরত ব্যাংক কর্মকর্তা আহমেদ ইকবাল চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

প্যারিসে অবস্থানরত কানাইঘাটবাসীর উদ্যোগে স্থানীয় সময় বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গারে দু নর্দের একটি অভিজাত রেস্তোরাঁয় এ সংবর্ধনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব হাজী জালাল খান।

সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিমের পরিচালনায় সভায় বক্তব্য দেন-শমসুল ইসলাম সমসু, সুয়েব আহমদ, এনাম আহমদ, আজমল চৌধুরী, আফজল চৌধুরী, আহমেদ মুরাদ চৌধুরী, জাবেদ আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।