ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফ্রান্স

প্যারিসে চিটাগং ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু

দেবেশ বড়ুয়া, প্যারিস থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
প্যারিসে চিটাগং ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস (ফ্রান্স): প্যারিসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো চিটাগং ক্রিকেট ক্লাব নামে একটি সংগঠনের।

এ উপলক্ষে রোববার (৬ সেপ্টেম্বর) প্যারিসের ম্যারি দো ক্লিশি গ্রাউন্ডে চিটাগং ক্রিকেট ক্লাব টিমের খেলোয়াড়দের পরিচিতি পর্ব ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্যারিসের কমিউনিটি নেতা মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, প্যারিস ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, ক্লাব কর্মকর্তা মোর্শেদ খান, মিজানুর রহমান রাশেদ, হারেছ খান প্রমুখ।

অতিথিরা ক্লাবটিকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে আগামী বছর ফ্রেঞ্চ ক্রিকেট লীগে অংশগ্রহণের জন্য প্রস্তুতির পরামর্শও দেন তারা। অনুষ্ঠান শেষে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।