ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফ্রান্স

খালেদার অফিসে তল্লাশির প্রতিবাদে ফ্রান্স বিএনপির সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, মে ২২, ২০১৭
খালেদার অফিসে তল্লাশির প্রতিবাদে ফ্রান্স বিএনপির সভা ফ্রান্স বিএনপির প্রতিবাদ সভায় বক্তারা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিবাদ সভা করেছে বিএনপি।

স্থানীয় সময় রোববার (২১ মে) বিকেলে ফ্রান্সের রাজধানী প্যারিসের লা শাপিলের একটি ক্যাফে হলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ফ্রান্স বিএনপি নেতা ইলিয়াস কাজলের সভাপতিত্বে ও ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনেদ আহমদের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি জালাল খান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রাহিম, ইব্রাহিম তারা, রোমেল উদ্দিন, জাকারিয়া আহমদ, খোরশেদ আলম টিটু, শেখ নুরুল ইসলাম, জিএম আজম, আবু সালে শামীম, জাহাঙ্গীর আলম মিলন, মনির মোল্লা, শরীফ আহমদ, আশিকুর রহমান, খালেদ আহমদ, কাশিম আহমদ, আহমদ মুরাদ চৌধুরী, তোফায়েল আহমদ, ইকবাল হোসেন, এনাম আহমদ, তসলিম উদ্দিন সবুজ, আফজাল কবির চৌধুরী, এম এ জলিল, সৈয়দ তকবীর আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণার পর জনগণের যে সাড়া জেগেছে তাতে সরকার ভয় পেয়েছে। আর এতেই তারা তল্লাশির নামে খালেদা জিয়ার অফিসে ভাঙচুর চালিয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।