ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেক রোগী কল্যাণ সমিতিকে ৫ লাখ টাকা অনুদান ইডিসিএলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
ঢামেক রোগী কল্যাণ সমিতিকে ৫ লাখ টাকা অনুদান ইডিসিএলের

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগী কল্যাণ সমিতিকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস লি.।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের পরিচালকের কাছে এই চেক হস্তান্তর করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান।

এসময় হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, এসেনশিয়াল ড্রাগস লিমিটেডের পক্ষ থেকে রোগী কল্যাণ সমিতিকে এই টাকা দেয়া হয়েছে। কোম্পানিটির গভর্নিং বডির সদস্য ঢামেকের সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান এই অনুদানের ব্যবস্থা করে দিয়েছেন।

তিনি জানান, সমাজ কল্যাণের নির্ধাতির নিতিমালা রয়েছে, সেই অনুযায়ী গরিব, দুস্থ, অসহায় রোগীদের ওষুধ কেনা, অপারেশন, মরদেহ পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করা হয়।

হাসপাতালে ভর্তি রোগীদের এই আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রায় সময়ই ভোগান্তি ও দৌড়ঝাঁপ করতে হয় বলে অভিযোগটি পুরোনো। তবে এ বিষয়ে জানতে চাইলে ঢামেক পরিচালক বলেন, আমাদের কাছেও অনেক সময় এমন অভিযোগ আসে। নিয়মের কথা শুনলে অনেক সেবাপ্রার্থীই পিছিয়ে যানয়। সেই জায়গায় আমরা আরও প্রো-অ্যাকটিভ করার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।