ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

দুই মাসে শীতজনিত রোগে দেশে ৮৮ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
দুই মাসে শীতজনিত রোগে দেশে ৮৮ জনের মৃত্যু

ঢাকা: শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতি থেকে এই তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং তিন জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৫৮ হাজার ৪৭৮ জন। একই সময়ে এ রোগে মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে।    

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ২৬৯ জন। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর মোট সংখ্যা তিন লাখ ৪৭ হাজার ১৯০ জন। একই সময়ে এ রোগে মোট তিন জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়:১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৩
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।