ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রসিকে সোয়া লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
রসিকে সোয়া লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

রংপুর: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এলাকায় আগামী ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী ১ লাখ ২৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।  

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা এ তথ্য জানান।

সিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা জানান, এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত ২০ হাজার জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ জন প্রথম সারির, সাতজন দ্বিতীয় সারির, চারজন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।  

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে যদি কোনো শিশুর বমি বমি ভাব হয়েছে বা শিশুর ক্ষতি হয়েছে, এমন অভিযোগ না করে অভিভাবকদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ওই প্রধান নির্বাহী কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে রসিকের রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, স্বাস্থ্য শাখা প্রধান ও স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম ও প্রশাসনিক কর্মকর্তা নাঈম উল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।