ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শীতজনিত রোগে ১১৩ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
শীতজনিত রোগে ১১৩ জনের মৃত্যু

ঢাকা: শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত সারা দেশে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৮৬৮ জন আক্রান্ত হয়েছেন এবং আরও তিনজনের মৃত্যু হয়েছে।  

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৯৬ হাজার ১৩৬ জন। একইসময়ে এ রোগে মোট ১১০ জনের মৃত্যু হয়। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৮২৬ জন।

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট চার লাখ ৩৩ হাজার ৬১৬ জন। একইসময়ে এ রোগে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।