কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে নিখরচায় ৫৫০ জন রোগী চক্ষু চিকিৎসা পেয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার খনারচর নয়াহাটি মোড়ে দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের যৌথ আয়োজক বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট এবং মইনউদ্দিন-মুক্তারউদ্দিন ওয়েলফেয়ার সোসাইটি।
বসুন্ধরা আই হসপিটালের ডাক্তার মজুমদার গোলাম রাব্বির নেতৃত্বে আট সদস্যের একটি দল দিনব্যাপী এ চক্ষুসেবা দেন। এছাড়া এ দলে আরও দু’জন চক্ষু চিকিৎসক ছিলেন।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৫৫০ জন রোগী চিকিৎসাসেবা নেন। এর মধ্যে ১৫০ জনকে চোখের ছানি, নেত্রনালি ও মাংস বৃদ্ধির কারণে অপারেশনের জন্য নির্বাচন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী।
এতে আরও বক্তব্য রাখেন মইনউদ্দিন-মুক্তারউদ্দিন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান ড. এম আব্দুল আজিজ, হিলচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ প্রমুখ।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে আসা রোগীরা নিখরচায় সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআরএস