ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে বৈকালিক চেম্বারের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে বৈকালিক চেম্বারের উদ্বোধন

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বৈকালিক চেম্বারের উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে থেকে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ পাইলট প্রকল্পের উদ্বোধন করেন।

 

পর্যাপ্ত চিকিৎসক থাকায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক এ সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান। তিনি গণমাধ্যমকে বলেন, প্রথমবারের মতো এখানে এ সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য হাসপাতালগুলোয়ও এ স্বাস্থ্যসেবা চালু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।