ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউর গবেষণায় আরও ২ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
বিএসএমএমইউর গবেষণায় আরও ২ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষণা বাড়ানোর জন্য ৩৬৪ জন ফেস বি রেসিডেন্ট চিকিৎসকদের মধ্যে তিন কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

সোমবার (১২ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত চিকিৎসকদের গবেষণার জন্য অনুদান দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ সময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন।

উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গবেষণাবান্ধব। আমি যখন প্রথম দায়িত্বভার গ্রহণ করি তখন গবেষণাখাতে বরাদ্দ ছিল দুই কোটি টাকা। তার পরের বছর সেটি বাড়িয়ে চার কোটিতে উন্নীত করি। গত ২০২২-২০২৩ অর্থবছরে সেই গবেষণা বাজেট পাঁচগুণ বাড়িয়েছে। চার কোটি টাকা থেকে ২২ কোটি টাকায় উন্নীত করেছি। আমি এবারও আসন্ন বাজেটে গবেষণা খাতে আরও দুই কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রেখেছি। আশা করি সিন্ডিকেট সেটি অনুমোদন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো মনিরুজ্জামান খান। সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা.  হেলাল উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আলী আসগড় মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুন ১২, ২০২৩
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।