ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মশা নিধন কার্যক্রম জোরদারের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
মশা নিধন কার্যক্রম জোরদারের আহ্বান

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কমাতে মশা নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় সুপার স্পেশালাইজড হাসপাতালে আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দেশে ডেঙ্গু অনেক বাড়ছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, অল্প কয়েকদিনের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৬০ জন মারা গেছেন। এখনও প্রায় দেড় হাজার রোগী হাসপাতালে ভর্তি আছেন। প্রতিদিন নতুন করে কয়েকশো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তিনি আরও বলেন, ডেঙ্গুর বিষয়ে আমাদের নজরদারি রাখতে হবে। যারা মশা নিধনের দায়িত্বে আছেন, আমি তাদের আহ্বান জানাই, আপনারা আপনাদের কার্যক্রম আরও জোরদার করেন। অনেক লোক কিন্তু ডেঙ্গুতে প্রাণ হারাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে।

মন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। হাসপাতালগুলো রোগীতে ভরে যাচ্ছে। সেজন্য দ্রুত মশা নিধন করা প্রয়োজন। আশা করব যেন ডেঙ্গুতে আর মৃত্যু না ঘটে।

রোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সময়মতো হাসপাতালে এসে চিকিৎসা নেবেন। তাহলে ডেঙ্গুতে মৃত্যুর হার অনেক কমে যাবে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
আরকেআর/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।