ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহী নগর স্বাস্থ্য কমপ্লেক্সে করা যাবে ডেঙ্গু পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
রাজশাহী নগর স্বাস্থ্য কমপ্লেক্সে করা যাবে ডেঙ্গু পরীক্ষা

রাজশাহী: রাজশাহীতে ডেঙ্গুরোগী বাড়ায় নড়ে চড়ে বসেছে সিটি করপোরেশন। রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এরই মধ্যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে আলোচনা করেছে।

এছাড়া ৩০টি ওয়ার্ডে সচিবদের ডেকে সভা করেছেন। ওই সভায় নির্দেশনা দেওয়া হয়েছে নগরের কোথাও যেন পানি জমে না থাকে। সিটি করপোরেশনের পক্ষ থেকে ড্রেনগুলোর যেন পানি প্রবাহ ঠিক রাখা হয়। এছাড়া নগর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন থেকে ডেঙ্গু পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১২ জুলাই) সকাল থেকে রাজশাহী সিটি করপোরেশন পরিচালিত ১২টি নগর স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে। এখন থেকে জ্বরে আক্রান্ত যে কেউ এসব স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন। এ জন্য ওই ব্যক্তিকে কেবল কিটের জন্য ১৬০ টাকা `ফি' পরিশোধ করতে হবে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, তারা শুনেছেন স্বাস্থ্য বিভাগ নগরে এডিস মশার লার্ভা আছে কিনা, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। কিন্তু তাদের কোনো চিঠিপত্র এখন পর্যন্ত হাতে আসেনি। এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এরই মধ্যে তারা নিজেরাই সিটি করপোরেশনে বিভিন্ন ধরনের সভা করেছেন। সবাইকে সচেতন করার জন্য প্রচার চালাচ্ছেন। কোনো জায়গায় যেন পানি জমে না থাকে, ড্রেনগুলোর পানি যেন প্রবাহ থাকে, সবকিছু বিবেচনা করা হচ্ছে। আর বুধবার থেকে নগর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে।

এদিকে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন জানান, ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে ওয়ার্ড সচিব, মশক পরিদর্শক ও সুপারভাইজারদের সঙ্গে আলোচনা হয়। আর ওই সভায় ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।