ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা দেড়শ ছাড়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
ডেঙ্গু: হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা দেড়শ ছাড়াল ডেঙ্গু আক্রান্ত রোগী

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দেড়শ ছাড়িয়েছে।  

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ২৭ জন।

তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যাননি।  

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরের দিকে হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য দেওয়া হয়।  

আক্রান্তদের সবাই ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, লাখাই এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত জেলা সদর হাসপাতালে নতুন করে ১৭ জন ভর্তির তথ্য দেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোমিন উদ্দিন চৌধুরী।

হাসপাতালটিতে মোট আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৪। এর মধ্যে ১৭ জন হাসপাতালে ভর্তি, ৪৩ জন সুস্থ এবং চার জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।  

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তাজরিন মজুমদার জানান, সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ১০১। এখন চিকিৎসাধীন আছেন ৩০ জন এবং বাকিরা সবাই সুস্থ।  

এদিকে, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি হওয়া ২০ জনের মধ্যে তিনজন চিকিৎসাধীন ও বাকিরা বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।  

স্বাস্থ্য বিভাগ জানায়, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ কর্নার স্থাপন করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।